Main Menu

জাতীয় পার্টি একা ভাবে নির্বাচন করবে না, এরশাদের সফর প্রাক্কালে প্রেসব্রিফিং

+100%-

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ আগামীকাল শুক্রবার হবিগঞ্জ জনসভায় বক্তব্য রাখবেন। তিনি ঢাকা থেকে আজ বৃহষ্পতিবার হবিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছেন। জাতীয় পার্টির সমাবেশকে ঘিরে এখন নেতাকর্মীদের মধ্যে উৎসুকের সৃষ্টি হয়েছে। পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়ায়ও এ উপলক্ষে দলের পক্ষ থেকে নানা প্রস্তুতি নেয়া হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, মাধবপুর পর্যন্ত অর্ধশত তোড়ণ নির্মান করা হয়েছে। বিকেলে তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে এক জনসভায় ভাষণ দেবেন। দলীয় চেয়ারম্যানের কর্মসূচীকে সফল করার লক্ষ্যে আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সরাইল, বিজয়নগরসহ বিভিন্ন স্থানে পথসভা ও জনসংযোগ করছেন স্থানীয় নেতারা। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের সফরের প্রাক্কালে আজ বুধবার স্থানীয় সাংবাদিকদের ব্রিফিংকালে কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঞা বলেন, জাতীয় পার্টি একা নির্বাচনে অংশ গ্রহণ করবে না। দেশের অবস্থা, সাধারণ মানুষের মন-মানসিকতা ও চাহিদার কথা বিবেচনা রেখেই জাতীয় পার্টি চুড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং সে সিদ্ধান্ত হবে জনগনের পক্ষে তিনিও এরশাদের সংগে সুর মিলিয়ে বলেন, মহাজোট থেকে বের হয়ে আমরা একক ভাবে ৩০০ আসনে প্রার্থী দেব। তিনি দাবী করেন, বাংলাদেশে এখন তৃতীয় শক্তি হলো জাতীয় পার্টি। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সহ সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এডভোটেক জিয়াউল হক মৃধা, কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক কাজী মামুনুর রশীদসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






Shares