Main Menu

সরাইলে ৮ দোকানে ডাকাতি ॥ ১০ লাখ টাকার মালামাল লুট

+100%-


মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একই রাতে ৮ দোকানে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতরা প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। ডাকাতদের হামলায় বাজারের নৈশ প্রহরীসহ ৮জন আহত হয়। ঘটনাটি ঘটেছে গত সোমবার গভীর রাতে উপজেলার মেঘনা নদীর পাড়ে আজবপুর বাজারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শী ও বাজারের ব্যবসায়ীরা জানান, সোমবার গভীর রাতে ৪০/৪৫ জনের সংঘবদ্ধ একদল ডাকাত ইঞ্জিনের নৌকা দিয়ে বাজারে আসে। তারা বাজারে নেমেই দুই নৈশ প্রহরীর হাত পা বেঁধে ফেলে। পরে তারা বাজারের ৮টি দোকানের সার্টার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ডাকাতরা প্রতিটি দোকানে প্রবেশ করেই অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীদের জিম্মি করে। পরে নগদ টাকা, মোবাইল ফোনসেট ও অন্যান্য মূল্যবান মালামাল সহ ১০ লক্ষাধিক টাকা মূল্যের মাল লুটে নিয়ে যায়।
ডাকাতের মারধোরে নৈশ প্রহরী মোঃ বাবুল মিয়া-(৩৫), রেহান উদ্দিন (৪৫), ব্যবসায়ী রুবেল মিয়া-(১৯), কালন মিয়া-(২৫), হান্নান মিয়া-(২৬), হুমায়ুন মিয়া-(৪৫), জুয়েল মিয়া-(২২) ও আশ্রাব আলী (৫০)।
নৈশ প্রহরী বাবুল মিয়া বলেন, ডাকাতরা সন্ধ্যার আগেই বাজারের ঘাটে নৌকায় আত্মগোপন করে অবস্থান করছিল। তাদের মুখোশ ছিল না। অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত ছিল। তাদের ভাষা শুনে মনে হয়েছে তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুরে।
এ ব্যাপারে বাজার কমিটির সভাপতি আবুল বাশার ও গ্রামের বাসিন্দা মোঃ শাহজাহান মিয়া বলেন, এই বাজারে বছরে একবার ডাকাতি নিয়মে পরিনত হয়েছে। গত বছরও ডাকাতি হয়েছিল।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কোন মামলা হয়নি।






Shares