Main Menu

সরাইলে হেফাজতে ইসলামের অবস্থান ধর্মঘট

+100%-

শামীম উন বাছির : হরতাল ও পরিবহন ধর্মঘটের কারণে লং মার্চে যেতে না পেরে  সরাইল কুট্টাপাড়া মোড় খেলার মাঠে অবস্হান ধর্মঘট পালন করেছে জেলা হেফাজতে ইসলাম।

শনিবার সকাল থেকেই হেফাজতে ইসলামের কর্মীরা  জেলার বিভিন্ন স্হান থেকে মিছিল আকারে আসা শুরু করেছে। এ রিপোট লেখা পযন্ত দলে দলে লোকজন আসছে। ধর্মঘট চলাচালে বক্তব্য রাখছেন ইসলামীয়া ইউনুছিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতী মুবারকুল্লাহ্ ও বিভিন্ন মাদ্রাসার ইমামরা।

সরাইল থানার ভারপ্রপ্তা কর্মকর্তা (ওসি)  জানান, হেফাজতে ইসলামের কোনো কর্মসূচিতে বাধা দেয়নি পুলিশ।  তারা শান্তিপূণভাবে সমাবেশ করছে।


Shares