Main Menu

সরাইলে বসতবাড়িতে দূর্ধর্ষ ডাকাতি

+100%-


প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বসতবাড়িতে দূর্ধর্ষ ডাকাতি হয়েছে। গত শুক্রবার গভীর রাতে ঢাকা- সিলেট মহাসড়কের পাশে কুট্রাপাড়া গ্রামের আবু কালাম মিয়ার ঘরের তালা ভেঙ্গে ডাকাতি করেছে সংঘবদ্ধ ডাকাত দল। নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ তের লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে ডাকাতরা। প্রত্যক্ষদর্শী গৃহকর্তা ও পরিবারের লোকজন জানায়, রাত ২টায় তালা কেটে ২৫/৩০ জন মুখোশধারী সংঘবদ্ধ ডাকাত দল বসত ঘরে প্রবেশ করে। তারা প্রথমে পিস্তল, ছোঁড়া ও রামদা দেখিয়ে সকলকে জিম্মি করে ফেলে। গৃহকর্তার ছেলে বশির আহমদের হাত পা বেঁধে ফেলে। পরে ষ্টীলের আলমিরা ও সুকেস ভেঙ্গে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা এবং ২০ ভরি স্বর্ণ, ৫টি মোবাইলসহ অন্যান্য মালামাল লুটে নেয়। শব্দ করলে ককটেল বিস্ফোরনের হুমকি দেয় ডাকাতরা। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী বলেন, ঘটনাটি শুনেছি। কেউ এখনো লিখিত অভিযোগ করেনি।






Shares