Main Menu

পট্রোবাংলার জাতীয় গ্রীডের তেল চুরির সময় জলন্ত ট্রাকসহ আটক ১

+100%-

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ভৈষামুড়া জাতীয় গ্রীড থেকে সংঘবদ্ধ চক্র কর্তৃক তেল চুরি করতে গিয়ে সোমবার দিবাগত গভীর রাতে তেলের ড্রাম ভর্তি ট্রাকে আগুল লেগে গেলে অবস্থার বেগতিক দেখে চোর দল পালিয়ে যায়। এসময় সিকিউরিটি গার্ডদের হাতে আটক হয় ঐ চক্রের  এক সদস্য। আটক হওয়া এ চোরের নাম জাহাঙ্গীর আলম (৩০)। সে নারায়নগঞ্জের গোদনাইন গ্রামের বাহার আলীর পুত্র। এসময় দায়িত্বপ্রাপ্ত সিকিউরিটি সার্ভিসেসের লোকেরা আগুনে পুরে যাওয়া একটি ট্রাক ও বেশ কিছু পাইপ লাইন ছিদ্র করার যন্ত্রপাতি উদ্ধার করে।
সূত্রজানায়, সোমবার দিবাগত রাত ৩ টার দিকে সংঘবদ্ধ তেল চোর দলের সদ্যরা ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ভৈষামুড়া নামক স্থানে মাটির প্রায় ৭ ফুট নীচে পেট্রোবাংলার জাতীয় গ্রীডের পাইপ লাইন ছিদ্র করে অভিনব কায়দায় তেল উত্তোলন ও ড্রামে ভর্তি করে ট্রাকে উঠানোর সময় অগ্নিকা-ের শিকার হয়। এ ঘটনায় চোর চক্রের ব্যবহৃত ঢাকা মেট্রো- ন- ১৪- ২৫৮৩ নম্বরের টাক ও প্লাষ্টিকে ড্রাম গুলো অগ্নিকা-ে সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে যায়। ঘটনা আচ করতে পেরে গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল) কর্তৃক নিয়োগকৃত আল আরাফাত সিকিউরিটি সার্ভিসেস প্রাঃ লিঃ এর সিকিউরিটি গার্ডরা চোর চক্রকে ধাওয়া করে স্থানীয়দের সহযোগীতায় একজনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। এ সময় তারা ঘটনাস্থল থেকে বেশ কিছু তেল চুরির সরঞ্জামাদি আটক করে। এঘটনায় আশুগঞ্জ গ্যাস মেনিফোল্ড ষ্টেশন এর উপ-মহা ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ আব্দুল মমিন বাদী হয়ে সরাইল থানায় একটি মামলা দায়ে করেছে। ঘটনার খবর পেয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।






Shares