Main Menu

সরাইলে হত্যা সহ তিন মামলার পলাতক আসামী যুবলীগ নেতা বোরহান গ্রেপ্তার

+100%-

প্রতিনিধি : সরাইলে হত্যা, চাঁদাবাজি ও পুলিশকে মারধোর করে আহত করা মামলার পলাতক আসামী ইউনিয়ন যুবলীগ নেতা বোরহান উদ্দিন (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে অরুয়াইল তার শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিন মামলার আসামী হয়ে তিনি দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামে দীর্ঘদিন যাবৎ চলছে গোষ্ঠীগত দ্বন্ধ। অতি সম্প্রতি পুলিশ সংঘর্ষ রোধ করতে গেলে তারা পুলিশকে মারধোর করে গুরুতর আহত করে। পুলিশ বাদী হয়ে গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করে। যুবলীগ নেতা বোরহান ওই মামলার এজহার ভুক্ত ২৮ নং আসামী। গত আগষ্ট মাসে অরুয়াইল গ্রামের বাসিন্ধা আমির হোসেনের দায়ের করা একটি চাঁদাবাজি মামলার এজহার ভুক্ত ১ নং ও নাসিরনগর থানার একটি হত্যা মামলার আসামী ওই যুবলীগ নেতা। পুলিশি গ্রেপ্তার এড়িয়ে সে দীর্ঘদিন যাবৎ আত্মগোপন করে ছিল। গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে অরুয়াইল ফাঁড়ির আই সি ইসমাইলের নেতৃত্বে পুলিশ অভিযান বোরহানকে তার শ্বশুর বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। প্রসঙ্গতঃ বোরহান অরুয়াইল ইউনিয়ন যুবলীগের সাবেক সহ সভাপতি। গত বছরের ১২ অক্টোবর ইউনিয়ন যুবলীগের বিতর্কিত কমিটির সভাপতি ছিলেন তিনি। ওই কমিটি গঠনের জের ধরেই ২১ অক্টোবর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এ কে এম ইকবাল আজাদকে খুন করা হয়। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী বলেন, হত্যা চাঁদাবাজি সহ তিন মামলার মামলার পলাতক আসামীকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

 

সরাইলে হত্যা সহ তিন মামলার পলাতক আসামী যুবলীগ নেতা বোরহান গ্রেপ্তার





Shares