Main Menu

সরাইলে নানা কর্মসূচীতে পহেলা বৈশাখ উদযাপিত

+100%-
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নানা কর্মসূচীর মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করেছে উপজেলা প্রশাসন। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিনভর কর্মসূচী পালন করে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। এতে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, উপজেলা চেয়ারম্যান হাজী রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী আব্দুল হালিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাফায়াৎ মুহম্মদ শাহে দুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. ইসমত আলী, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক হাজী আনিছুল ইসলাম ঠাকুর, আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা কৃষক লীগের সভাপতি হাজী মো. শফিকুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক হাজী মাহফুজ আলী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সহ বিপুল সংখ্যাক নানা শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য। সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় নানা অনুষ্ঠানের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন করে। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে স্থানীয় অফিসার্স ক্লাবে গ্রাম বাংলার ঐতিহ্য পান্তা ইলিশ ভোজের আয়োজন করা হয়। বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বাংলার ঐতিহ্যবাহী ‘লাঠি’ খেলার অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচী পালন করছে। 


Shares