Main Menu

সাংবাদিক শহিদ পাঠানের মৃত্যুতে সরাইল প্রেসক্লাবের শোক ও দোয়া

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ এক সময়ের ‘বেলাশেষে’ পত্রিকার সাংবাদিক সৌদী প্রবাসী মোঃ শহিদ পাঠানের (৫১) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সরাইল প্রেসক্লাব। এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সভাপতি মোঃ আইয়ুব খানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যুগ্ম সম্পাদক সৈয়দ কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সহ সভাপতি মোহাম্মদ আলী, এম এ মুসা, অর্থ-সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল, সাহিত্য সম্পাদক জহিরুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক মোহাম্মদ আবদুল করিম, কার্যনির্বাহী সদস্য যতীন্দ্র মোহন চৌধুরী, জুলকার নাঈন, সামছুল আরেফিন ও মোহাম্মদ মাসুদ। সাংবাদিকরা শহিদ পাঠানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পরে মরহুম শহিদ পাঠানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

প্রসঙ্গতঃ শহিদ পাঠান গত ১৯ ডিসেম্বর সৌদী আরবে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় রাত ৮টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ভাই প্রবাসী মোজাম্মেল পাঠান মুঠোফোনে জানান, সপ্তাহ দিনের মধ্যেই শহিদ পাঠানের লাশ দেশে পাঠানো হবে।






Shares