Main Menu

সরাইল শহিদ মিনারের ভিত্তি স্থাপন

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শহিদ মিনারের ভিত্তি স্থাপন করা হয়েছে। এলাকার যুবকদের উদ্ব্যেগে এ কাজ করা হয়।
কালীকচ্ছ এলাকার যুবকদের মধ্যে থেকে এক জনকে আহবায়ক করে ১০সদস্য একটি শহিদ মিনার বাস্থবায়ন কমিঠি করা হয়। গত ১০শে মার্চ কালীকচ্ছ ইউনিয়ন পরিষদের (সরাইল-নাসিরনগর লাখাই সড়ক)  পাশে এ কাজের ভিত্তি স্থাপন করা হয়েছে । আগামী ২৬শে মার্চ প্রথম প্রহরে (৫.৫৭মি:) শহিদদের স্বরণে ফুল দিয়ে শ্রদ্ধা ও  দোয়ার আয়োজন করা হবে। মুক্তিযুদ্ধা,  সকল রাজনৈতিক দল, ছাত্র-ছাত্রীদের শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আহবান করা হয়।
শহিদ মিনার বাস্থবায়ন কমিঠির সদস্যরা বলেন, শহিদ মিনার আমাদের বাংলা ভাষার কথা ও শহিদদের স্মরণ করে দেয়। কোমলমতি ছেলে-মেয়েদের বাংলা ভাষা সম্বন্ধে জানাতে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শহিদ মিনারের প্রয়োজন রয়েছে। এই শহিদ মিনারটি ২ টাকার নোটের শহিদ মিনারের ডিজাইনের আদোলে তৈরী করা হয়েছে। আগামী ২৬শে মার্চ ২১ ফেব্রুয়ারী ১৬ ডিসেম্ভর আমাদের এ এলাকার মুক্তিযুদ্ধা, সকল রাজনৈতিক দল, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা  শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারবে।






Shares