Main Menu

সরাইল মহিলা কলেজে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী পালিত

+100%-

মোহাম্মদ মাসুদ,   সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মহিলা কলেজে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ সকালে কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের অংশ গ্রহনে অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক কবিতা, সংগীত, জাতীয় সংগীত ও রচনা প্রতিযোগিতা। কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব খান ও নাঈমা আক্তারের সঞ্চালনায় অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ‘বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা বিষয়ক স্মৃতিচারণ’ করেছেন ৭১ এর রণাঙ্গণের সমূহ দুই যোদ্ধা জাতীর শ্রেষ্ঠ সন্তান সরাইল মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ইসমত আলী ও ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন।

স্বাধীনতার জন্য মুক্তিযোদ্ধাদের কষ্টের দিন গুলির কথা শুনে স্তম্ভিত হয়ে যায় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মো. মাহফুজ আলী। পরে ৪টি ইভেন্টের প্রতিযোগিতায় অংশ গ্রহন করে প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। বিচারক ছিলেন ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ






Shares