Main Menu

সরাইল মহিলা কলেজের যাত্রা শুরু

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥  সদ্য প্রতিষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার আজ থেকে সরাইল মহিলা কলেজের যাত্রা শুরু হয়েছে। গতকাল শনিবার (৪ আগষ্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইসরাতের উপস্থিতিতে দিনভর কলেজে অধ্যক্ষসহ বিভিন্ন পদে লোক নিয়োগ করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরাইল উপজেলায় সাড়ে তিন লক্ষাধিক জনসংখ্যার বিপরীতে এখানে মাত্র দুটি সহশিক্ষার কলেজ রয়েছে। এখানে কোনো মহিলা কলেজ নেই। এ ছাড়া উপজেলা সদরেও কোনো কলেজ নেই। অথচ এখানে ২১টি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি দাখিল মাদ্রাসা রয়েছে। মহিলা কলেজ না থাকায় প্রতিবছর অনেক ছাত্রী শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মী ও যুবক উদ্যোগ নেন মহিলা কলেজ প্রতিষ্ঠার। তাঁদের দুই বছরের প্রচেষ্ঠায় অবশেষে প্রতিষ্ঠা পেল সরাইল মহিলা কলেজ। সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতির পর গতকাল কলেজের অধ্যক্ষ, বিভিন্ন বিষয়ের প্রভাষকসহ অন্যান্যপদে লোক নিয়োগ সম্পন্ন হয়েছে।
উম্মে ইসরাত বলেন, দীর্ঘদিন পর হলেও সরাইলে একটি ভালো উদ্যোগ প্রতিষ্ঠা পেতে যাচ্ছে। এটি এলাকার নারী শিক্ষার জন্য বিশেষ ভূমিকা পালনে সক্ষম হবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল থানার ওসি মফিজ উদ্দিন, স্থানীয় পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক আইয়ুব খান, সরাইল প্রেসক্লাবের সভাপতি বদর উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল, সাংবাদিক এম এ মুসা, জুলকার নাঈন, উদ্যোক্তা হুমায়ুন কবীর, ওমর ফারুক, এসএম আলম, মাহফুজ আলী, ফয়সাল আহমেদ, ফারুক মিয়া, এস এম ফরিদ, প্রভাষক রুহুল আমীন, শফিকুল ইসলাম প্রমুখ।






Shares