Main Menu

সরাইল কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ে নিয়োগের অনিয়ম

+100%-

1440868677_indexসরাইল(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি ॥ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্ট্রাপাড়া উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক ও নিম্নমান সহকারী যুক্ত কম্পিউটার অপারেটর নিয়োগ অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত বিষয়টি অবৈধ ও বিধি বর্হিভূত ভাবে নিয়োগ প্রধান করা হয়েছে বলে প্রমানিত হয়েছে।

গত ১৭ জুন নিন্মমান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ প্রত্যাশী মো. শামীমুল হাসানের  লিখিত  অভিযোগের পেক্ষিতে সরাইল উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. এমরান হোসেন ৫ জুলাই উপজেলা সমাজ সেবা অফিসার মো. জহিরুল ইসলাম ও উপজেলা নির্বাচন অফিসার শাহীন আকন্দকে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ প্রধান করেন। গত ২৬ জুলাই তদন্তকারী কর্মকর্তা সরেজমিন তদন্ত করে ১০টি অভিযোগ সনাক্ত করে যাবতীয় প্রমানাদিসহ তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এ দিকে তদন্ত কমিঠির প্রতিবেদন দাখিল ও অভিযোগ সঠিক ভাবে প্রমানিত হওয়া ও তদন্ত কমিঠির কোন নির্দেশনাই রহস্য জনক কারনে বাস্থবায়িত না হওয়ায় শেষ পর্যন্ত বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে।






Shares