Main Menu

সরাইল ‘উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্ভোধন

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ “হটাও মাদক পাচারকারী, বাঁচাও দেশ শেখ হাসিনার নির্দেশ” ও “সবাই মিলে দেশকে ভালবাসি, মাদককে না বলি” এ শ্লোগান গুলোকে সামনে রেখে সরাইল ‘উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৮’ উদ্ভোধন হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ক্রীড়া সংস্থার পরিচালনায় অন্নদা স্কুল মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্ভোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি উম্মে ইসরাত, সৈয়দ তানবির কাউচার ও সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বদর উদ্দিন প্রমূখ।

খেলা পরিচালনা করেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম ফরিদ। উদ্ভোধনী দিনে পানিশ্বর ইউনিয়ন একাদশ ও পাকশিমুল ইউনিয়ন একাদশ একে অপরের মুখোমুখি হয়েছে। ইউএনও’র দফতর সূত্রে জানা যায়, এ টুর্নামেন্টে উপজেলার ৯টি ইউনিয়ন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ মোট ১০টি দল অংশ গ্রহন করছে। মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষার প্রত্যয়কে সামনে রেখেই চলছে এ টুর্নামেন্ট।
খেলায় পানিশ^র ইউনিয়কে -পাকশিমুল ইউনিয়ন ২-০ গোলে হারিয়েছে।






Shares