Main Menu

সরাইলে ‘সড়ক প্রচার’-এ জেলা তথ্য অফিস

+100%-

মোহাম্মদম্সুদ, সরাইল । ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে ‘সড়ক প্রচার’-এ নেমেছে জেলা তথ্য অফিস।
সকল মানুষকে কোভিড ভ্যাকসিনের আওতায় আনতে মাঠে কাজ করছে জেলা তথ্য অফিস। এরই অংশ হিসাবে শনিবার বিকেলে জেলা তথ্য অফিসার মো. আসাদুজ্জামান কাউছারের নেতৃত্ব সরাইলে ‘সড়ক প্রচার’ হয়েছে। এর আগে সকালে নাসিরনগর উপজেলায়ও তারা প্রচার কার্য পরিচালনা করেছেন। সেখানে মাস্কও বিতরণ করেছেন ।

জেলা তথ্য অফিস সূত্র জানায়, ‘কোভিড ভ্যাকসিন নিন, সুরক্ষিত থাকুন,’ ও ‘এক দিনে এক কোটি’ এমন স্লোগানকে সামনে ধরে সকল শ্রেণি পেশার লোকজনকে ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহন করতে উদ্ভুদ্ধ করছেন। এ লক্ষ্যে তারা সরাইল ও নাসিরনগরের সড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সমূহে ঘুরে প্রচার কাজ করেছেন। স্বাস্থ্য বিভাগ আগামী ২৬ ফেব্রুয়ারী ২০২২ খ্রিষ্টাব্দ শনিবার দেশব্যাপি এক দিনে এক কোটি কোভিড ভ্যাকসিন প্রদানের কর্মসূচি ঘোষণা করেছেন।
প্রথম ডোজ প্রদানের মাধ্যমে সকলকে ভ্যাকসিনের আওতায় আনতে হবে। নিবন্ধিত অনিবন্ধিত ১২ বা তদুর্ধ্ব বয়সের সকলেই সেইদিন বর্তমান স্থায়ী কেন্দ্র গুলোতে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভ্যাকসিন গ্রহন করতে পারবেন। ওইদিন সকল এলাকায় অতিরিক্ত কেন্দ্র স্থাপনের ব্যবস্থাও করা হয়েছে।

তারা আরো জানায়, করোনা প্রতিরোধে ভ্যাকসিন একটি কার্যকর সমাধান। ভ্যাকসিন মৃত্যু ঝুঁকি কমায়। গবেষণায় দেখা গেছে দুই ডোজ গ্রহনকারী অধিকাংশ লোকজনকেই হাসপাতালে যেতে হয়নি। ২৬ ফেব্রুয়ারী সকলকে কোভিড ভ্যাকসিন গ্রহনের আহবান জানিয়েছেন জেলা তথ্য অফিস।






Shares