Main Menu

সরাইলে সেলাই মেশিন, মাছ ধরার জাল বিতরণ ও মাছের পোণা অবমুক্তকরণ

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয় বর্ধক সহায়তাখাতে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন, মাছ ধরার জাল বিতরণ ও মাছের পোণা অবমুক্তকরণ করা হয়েছে। সরাইল উপজেলা মৎস অফিসের উদ্যোগে আজ বৃহস্পতিবার (৭সেপ্টেম্বর) সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে সেলাই মেশিন, জাল বিতরণ ও কালিকচ্ছ ইউনিয়নের আকাশী বিলে মাছের পোণা অবমুক্ত করা হয়।

সরাইল উপজেলা নির্বাহী অফিসার(অ: দা:) মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে সুবিধাভোগী ও জেলে পরিবারদের নিয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা অঞ্চলের বৈজ্ঞানিক কর্মকর্তা সবীতা রানী, জেলা মৎস কর্মকর্তা নরুল ইসলাম, উপজেলা মৎস কর্মকর্তা মুকসুদ হোসেন, কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, আওয়ামীলীগ নেতা হাজী মাহফুজ আলী, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বদর উদ্দিন বদু, অর্থ সম্পাদক মাহবুব খান বাবুল, জাতীয় পার্টি নেতা আলী নেওয়াজ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মৎস সম্প্রসারণ কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মৎস অফিসের অফিস সহকারী (কাম কম্পিউটার) মো: জসিম উদ্দিন।

অনুষ্ঠান শেষে উপজেলার ৪টি ইউনিয়নের লোকজনের মধ্যে ১০টি মাছ ধরার জাল, ৪০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। পরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের আকাশী বিলে প্রধান অতিথি ৪৬২কেজি মাছের পোণা অবমুক্ত করেন।






Shares