Main Menu

সরাইলে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ সমাপ্ত

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিন দিনের সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ গতকাল বুধবার সমাপ্ত হয়েছে। প্রশিক্ষণে অংশ নেয়া সরাইল, নাসিরনগর ও বিজয়নগর উপজেলার ৩৫ জন সাংবাদিককে সনদপত্র প্রদান করা হয়েছে।
গত ২১ আগষ্ট সোমবার সকালে এই প্রশিক্ষণের উদ্বোধন করেছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। আর গতকাল সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ প্রেস ইসস্টিটিউট (পিআইবি) আয়োজিত প্রশিক্ষণের সমাপনি দিনের আলোচনা সভা ও সনদপত্র বিতরণ অনুষ্টানে সভায় সভাপতিত্ব করেন সরাইল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী। সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বদর উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) মোহাম্মদ ইকবাল হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-পিআইবি’র পরিচালক আনোয়ারা বেগম, সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমান, জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, সরাইল প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ মাহবুব খান, নাসিরনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আকতার হোসেন ভূঁইয়া, বিজয়নগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফয়সাল আহমেদ, সাংবাদিক মৃনাল চৌধুরী প্রমূখ। পরে প্রধান অতিথি প্রশিক্ষণে অংশ নেয়া ৩৫ জন সাংবাদিকের হাতে পিআইবি’র সনদপত্র তুলে দেন। প্রসঙ্গত: প্রশিক্ষণের প্রথম ও দ্বিতীয় দিন প্রশিক্ষক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান প্রদীপ কুমার পান্ডে।






Shares