Main Menu

সরাইলে রকেট মেম্বার হত্যা মামলার আসামী হওয়ায় শের আলমকে যুবলীগের পদ থেকে বহিস্কার

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শের আলম মিয়াকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের দপ্তর সম্পাদক রিটন রায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সিদ্ধান্ত ও নির্দেশে এবং ২ মার্চ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভার সিদ্ধান্ত মতে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট শাহনূর ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস এক বিবৃতিতে স্বীয় পদ থেকে শের আলমকে বহিষ্কার করেছেন। শের আলমের বিরুদ্ধে হত্যা মামলা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় সরাইল সকাল বাজারে হত্যাকাণ্ডের শিকার হন ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবু বক্কর সিদ্দিক ওরফে রকেট। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় শের আলম মিয়াকে ১৬ নম্বর আসামি করা হয়েছে।






Shares