Main Menu

সরাইলে মাঠ দিবসে যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন

+100%-

ripperমোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন করা হয় । রাইস রিপার যন্ত্রের মাধ্যমে ধান ফসল কর্তন মাঠ দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নিয়নের বারিউড়া গ্রামের ও শাহবাজপুর এলাকার কৃষি মাঠে কৃষকদের অংশহগ্রহণে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
ripper1সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনসুর আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সরাইল উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সরাইল উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা আবদুল মান্নান, নোযাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান কাজল চৌধুরী প্রমুখ।
এছাড়া একই উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দিঘিরপাড়েও মাঠ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা শেষে রাইস রিপার মেশিনের মাধ্যমে জমির পাকা ধান কাটা হয়।






Shares