Main Menu

সরাইলে বিদ্যুৎ স্পৃষ্টে মামা ভাগিনার মৃত্যু

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল। পুকুর পাড়ের ঝোঁপের লতাপাতা পরিস্কার করতে গিয়ে সরাইলে মামা ভাগিনার মৃত্যু । শুক্রবার দুপুরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের সূর্যকান্দি গ্রামের আনিছ মিয়া (৩৫) ও তার ভাগিনা শিপন মিয়া (১২) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছে।

এ দূর্ঘটনায় গ্রামে বইছে শোকের ছায়া। প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানায়, সূর্যকান্দি গ্রামের ইউসুফ মিয়ার ছেলে আনিছ মিয়া। আর আনিছ মিয়ার ভাগিনা প্রবাসী পিতা আবির মিয়ার ছেলে শিপন। শিপনের মাও বাবার সাথে প্রবাসেই জীবন-যাপন করছেন।

শিপন কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ট শ্রেণির ছাত্র । গতকাল দুপুর একটার দিকে আনিছ মিয়া বাড়ির পূর্ব পাশের পুকুরের উত্তর পাড়ে ঝোঁপের লতাপাতা পরিস্কার করতে যায়। তার সাথে যায় ভাগিনা শিপন। মামা ভাগিনা কাছাকাছি দাঁড়িয়ে দা দিয়ে কূঁপিয়ে লতাপাতা কাটছিল। লতাপাতার ভিতরে ছিল বাড়ির বিদ্যুতের সার্ভিস ক্যাবল (তার)। আনিছের অজান্তেই দা-এর কূপ পড়ে যায় ওই তারের উপর । মূহুর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে আনিছ। কাছাকাছি থাকায় মামাকে ধরে ভাগিনা শিপন। ফলে শিপনও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। আশপাশের লোকজন দৌঁড়ে এসে তাদেরকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্র জানায়, শিপনের বাবার বাড়ি উপজেলার শাহাজাদাপুর গ্রামে। দুই ভাই এক বোনের মধ্যে শিপন দ্বিতীয়। পিতা মাতা প্রবাসে থাকায় গত কয়েক বছর ধরে মামার বাড়িতেই বসবাস করছিল শিপনরা।






Shares