Main Menu

সরাইলে বঙ্গবন্ধু ও “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- বালক, বালিকা (অনূর্ধ্ব-১৭)এবং “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে শেখ রাসেল স্টেডিয়ামে বালক, বালিকাদের এ খেলা অনুষ্ঠিত হয়েছে। বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা এই টুর্নমেন্টের ফাইনাল খেলা সরাইল ইউনিয়ন পরিষদের বালিকাকে হারিয়ে পানিশ্বর ইউনিয়ন পরিষদের বালিকা দল ০-২ গোলে ও শাহবাজপুর বালককে হারিয়ে নোয়াগাও বালক দল ০-১ বিজয়ী হয়েছে।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) ফারহানা নাসরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল থানা অফিসার ইনচার্জ আসলাম হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ মিয়া, রোকেয়া বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সহিদ খালেদ জামিল খান। উপজেলা ক্রীড়া সম্পাদক এস এম ফরিদ, সরাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার, পানিশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মিস্টার, শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চৌধুরী বাদল, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ। খেলায় ধারা ভাস্যকার ছিলেন মজিদ বক্স ও তার সহযোগীরা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উপজেলার ৯টি দল অংশ গ্রহন করেছে।






Shares