Main Menu

সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতি রোধে– ঝোঁপঝাঁড় পরিস্কার কাজ পরিদর্শনে ডিসি

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের কুট্রাপাড়া ও ইসলামাবাদ এলাকায় পরিবহনে ডাকাতি রোধে জেলা প্রশাসকের নির্দেশে সড়কের দু’পাশে চলছে ঝোঁপঝাঁড় পরিস্কার পরিচ্ছন্নের কাজ। কাজের অগ্রগতি স্বচোক্ষে পরিদর্শন করতে গতকাল মঙ্গলবার সকালে এসেছিলেন ব্র্হ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। কাজের অগ্রগতি দেখে সন্তোষ্টি প্রকাশ করেছেন ডিসি। এরপর তিনি সরাইল উপজেলার ২/৩টি কর্মসৃজন প্রকল্পের কাজও পরিদর্শন করেছেন। কথা বলেছেন শ্রমিকদের সাথে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতর সূত্রে জানা যায়, ২০১৭-১৮ অর্থ বছরে সরাইলে শুরু হয়েছে অতিদরিতদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর (১ম পর্যায়) কাজ। ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের কুট্রাপাড়া ও ইসলামাদ এলাকায় মহাসড়কের দু’পাশে বিভিন্ন ধরনের গাছ গাছালি বড় হয়ে ঝোঁপঝাঁড়ে পরিণত হয়েছে। রাতের বেলা এসব ঝোঁপঝাঁড়ের ভেতরে লুকিয়ে থাকে পরিবহনের ডাকাতরা। সময় সুযোগ বুঝে তারা সড়কে যাত্রীবাহী পরিবহনে ডাকাতি করে। আবার পুলিশে ধাওয়া করলে ডাকাতরা ঝোঁপে লুকিয়ে যায়। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসস্ত্র রাখা হয় ঝোঁপঝাঁড় গুলোতে। আবার এগুলোতে বড়বড় গোখরো সাপও বসবাস করছে। সড়কের দুই পাশেই রয়েছে হাজার হাজার একর ফসলি জমি। সাপের ভয়ে দিনে রাতে জমিতে যেতে আতঙ্কগ্রস্থ থাকেন স্থানীয় কৃষকরা। এসব কারনে দু’পাশের ঝোঁপঝাঁড় পরিস্কারের কাজটি এ প্রকল্পের আওতায় অগ্রাধিকার ভিত্তিতে করার নির্দেশ দিয়েছিলেন ডিসি। গতকাল সকালে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান মহাসড়কের কুট্রাপাড়া থেকে বাড়িউড়া হাতিরপুল এলাকা পর্যন্ত এ কাজ পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে উনার সাথে ছিলেন- সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মোঃ সরাফত আলী, সরাইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল, সদস্য ও বিজয় টিভির সরাইল প্রতিনিধি মোহাম্মদ মাসুদ। পরে জেলা প্রশাসক কালিকচ্ছের ২টি ও চুন্টার ১টি কর্মসংস্থান প্রকল্পের কাজ সরজমিনে পরিদর্শন করেছেন।






Shares