Main Menu

সরাইলে চাল সংগ্রহ অভিযান শুরু

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥  সরাইলে বোরো চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্ভুধন করেন নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাত। উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, এ বছর সরাইলে ১৮৪৫ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি চালের সরকারি মূল্য ৩৮ টাকা। তালিকাভুক্ত ৪৫ জন মিল মালিক এ চাল সরবরাহ করবেন। চাল সংগ্রহ অভিযান চলবে আগামী ৩১ আগষ্ট পর্যন্ত। উদ্ভুধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফসা বেগম, জেলা জাপা নেতা মো. রহমত হোসেন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল ও প্রেসক্লাবের সদস্য বিজয় টিভির স্থানীয় প্রতিনিধি মোহাম্মদ মাসুদ।






Shares