Main Menu

সরাইলে গৃহবধুর লাশ উদ্ধার

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। পুলিশ সরাইল হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্ততি নিচ্ছে।
আজ সোমবার সকাল ১০টায় সরাইল হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে পুলিশ
সদর উপজেলা সুহিলপুর এলাকার মৃত আবদুল আলী মিয়ার মেয়ে ইয়াছমিন (৩০) গত ১০ বছর আগে সরাইল উপজেলার বড্ডাপাড়া এলাকার মৃত আবদুল খেকিম মিয়ার ছেলে মো. নজরুল মিয়া (৪০)সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে নানা বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল।
নিহতের মা সায়েরা বেগম অভিযোগ করে বলেন, সকাল ৯টায় মেয়ের জামাই মোবাইলে ফোন দিয়ে বলেন ইয়াছমিন হাসপাতালে। হাসপাতালে এসে মেয়ের লাশ দেখতে পায়।
নিহতের বড় ভাই জালাল বলেন, নজরুল ও তার পরিবারের লোকজন নির্যাতন চালিয়ে আমার বোনকে হত্যা করেছে । এদিকে ঘটনার পর থেকে স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা গা ঢাকা দিয়েছে।
সরাইল থানার ওসি রুপক কুমার সাহা বলেন, থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর কারণ জানা যাবে।






Shares