Main Menu

সরাইলের দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ঈদ পূণর্মিলনী ও মিলন মেলা অনুষ্ঠিত

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ঈদ পূণর্মিলনী ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সাবেক ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে গত সোমবার বিদ্যালয়টির মাঠে দিনব্যাপি এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় আকিজ উদ্দিনের কোরআন তেলাওয়াত ও সাবেক ছাত্র বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক ইফতেখার আহমেদ চৌধুরী সজিবের সঞ্চালনায় শুরু হয় আলোচনা সভা।

অনুষ্ঠান পরিচালনা পর্ষদের আহবায়ক আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন মোঃ আশরাফ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের সভাপতি মোঃ আরমান মিয়া। প্রতিক্রিয়া ব্যক্তমূলক বক্তব্য দেন সাবেক শিক্ষার্থী সুমাইয়া আক্তার হেলেনা, আনিছুর রহমান, শাহ নেওয়াজ, মোঃ রুহুল আমীন, কামাল হোসেন ও আরমান ।

অনুষ্ঠানে মানপত্র পাঠ করে প্রধান শিক্ষকের হাতে তুলে দেন আনিছুর রহমান। পরে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন- সাবেক সভাপতি মোঃ ছায়েফ উল্লাহ ঠাকুর, মোঃ হাসান আহমেদ, দৈনিক মানবজমিন পত্রিকার যুগ্ম সম্পাদক শামীমুল হক, মিতালীর সভাপতি ও সরাইল প্রেসক্লাবের অর্থসম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম বকুল, বিটিভি’র বার্তা সম্পাদক শেখ মজলিশ ফুয়াদ, জেলা প্রেসক্লাবের সহসভাপতি আল-আমীন শাহিন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আবুল ফয়েজ, সহকারি শিক্ষক (বর্তমানে শাহবাজপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক) মোহাম্মদ আলী, বর্তমান প্রধান শিক্ষক মোঃ বিলাত খান, সহকারি শিক্ষক মোঃ মনিজুর রহমান ও শিক্ষার্থীদের প্রতিনিধি লায়ন জুম্মান চৌধুরী প্রমূখ। সভাশেষে বাদ মাগরিব মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 






Shares