Main Menu

ভিডিও কনফারেন্সে মাধ্যমে সরাইলের আইসিটি ভবন উদ্ভোধন করলেন প্রধান মন্ত্রী

+100%-

Sarail Pic(I.C.T)মোহাম্মদ মাসুদ, সরাইল :: ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাইলের আইসিটি ভবন উদ্ভুধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। আর সরাইলে নতুন ভবনে প্রধান মন্ত্রীর নামের ফলক উম্মোচন করলেন স্থানীয় সংসদ সদস্য ও প্রধান অতিথি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। এ উপলক্ষ্যে গতকাল বুধবার ১০.৩০মি উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় বাংলাদেশ টেলিভিশনে সরাসরি প্রচারিত উদ্ভুধনী অনুষ্ঠান উপভোগ করেন সরকারি কর্মকর্তা- কর্মচারি, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,  আইসিটি প্রশিক্ষনার্থী ও সাংবাদিকবৃন্দ। এ ছাড়া নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবার সভাপতিত্বে উদ্ভুধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান, ভাইস চেয়ারম্যান মোছাঃ তাহমিনা বেগম, সরাইল মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ আনোয়ার হোসেন, সরাইল কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল। পরে প্রধান অতিথি ২৪ জন শিক্ষকের অংশ গ্রহনে ১টি প্রশিক্ষণের উদ্ভুধন করেন। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দফতর সূত্রে জানা যায়, কুরিয়া সরকারের অর্থায়নে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশে শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) কর্তৃক ১১৫টি উপজেলায় মাধ্যমিক পর্যায়ে অত্যাধুনিক আই.সি.টি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন দ্বিতল ভবন নির্মাণ করা হয়েছে। ভবনটির নির্মাণে ২ লাখ ডলার খরচ হয়েছে। ওই ভবনের নিচতলায় রয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা সম্পন্ন ঝকমকে মাধ্যমিক শিক্ষা অফিস। আর দ্বিতীয় তলায় রয়েছে সার্ভার কক্ষ, একটি ডাইনিং, অতিথি কক্ষ, ২৪টি কম্পিউটার, চেয়ার টেবিল সহ একটি আইসিটি প্রশিক্ষণ কেন্দ্র। যেখানে নিয়মিত উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পর্যায়ক্রমে কম্পিউটারের উপর বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান।






Shares