Main Menu

ভাষা আন্দোলনে সরাইল শীর্ষক আলোচনা সভা

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল। অন্যান্য বছরের ন্যায় এবারও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবের আয়োজনে ভাষা আন্দোলন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২১ডিসেম্বর) বিকেলে সরাইল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ভাষা আন্দোলনে সরাইল শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯৪৭ সালের ২১ ডিসেম্বর সরাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে ভাষা আন্দোলনের ডাক দেয়। এই দিবসটিকে মানুষের কাছে তুলে ধরতেই সরাইল প্রেসক্লাবের সদস্যরা আয়োজন করেন এই আলোচনা সভার।

উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিনের সভাপতিত্বে ও সাহিত্য সম্পাদক জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক -১ মাহবুবুল বারী চৌধুরী মন্টু, স্বাধীনতা শিক্ষক পরিষদের সদস্য সচিব শাহজাহান আলম সাজু, আওয়ামী লীগ নেতা এডঃ মোঃ কামরুজ্জামান আনসারী, সরাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ নাজমুল হোসেন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হানিফ, ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেব নাথ, সরাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ইউসুফ প্রমুখ।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খান ।






Shares