Main Menu

ব্রাক সদস্যদের উদ্যোগে কালীকচ্ছ বাজারে হাত ধোয়ার ব্যবস্থা

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইল উপজেলার কালীকচ্ছ বাজারে জামে মসজিদের পাশে ব্রাক সদস্যদের উদ্যোগে সাবান দিয়ে হাত ধোয়ার সুব্যবস্থা করা হয়েছে ।
বুধবার সকাল ১২টায় দিকে ব্রাকের সদস্যরা সাবান ড্রাম দিয়ে এ কাজটি সর্ম্পুণ করেন ।
ব্রাক সদস্যরা বলেন, করোনাভাইরাসের মতো শ্বাসতন্ত্রে আক্রমণকারী ভাইরাসগুলো তখনই ছড়ায় যখন তা চোখ, নাক বা গলার মধ্য দিয়ে শরীরে প্রবেশ করে। অধিকাংশ ক্ষেত্রে তা হাতের মাধ্যমেই হয়ে থাকে। ভাইরাসটি একজন থেকে আরেকজনে সংক্রমণের প্রধান মাধ্যমও হাত।
বিশ্ববাপী মহামারী আকারে যখন ভাইরাসটি ছড়ায় তখন এর বিস্তার রোধের সবচেয়ে সহজ, সাশ্রয়ী ও কার্যকর উপায়গুলোর একটি হল ঘনঘন সাবান ও পানি দিয়ে হাত ধোয়া।
এসময় কালীকচ্ছ ব্রাক অফিসের কর্মকর্তা দিপক সরকার বলেন, মসজিদের ও এলাকার সকল মানুষ যেন ব্যবহার করতে পারে আমাদেও এ প্রচেষ্টা ।






Shares