Main Menu

পাখি শিকারীর কাছ থেকে বক অবমুক্ত

+100%-

মোহাম্মদ মাসুদ ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাখি শিকারীর কাছ থেকে ২৪টি বক অবমুক্ত করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্তরে নির্বাহী কর্মকর্তা আরিফুল হক মৃদুল নিজ হাতে বক গুলোকে অবমুক্ত করেন।

জানা গেছে, বুধবার শাহজাদাপুর ইউনিয়নের শাপলা বিলে একদল পাখি শিকারী প্রতিদিনের মতো পাখি শিকার করতে আসেন। সকালে স্থানীয়রা হাওরে পাখি শিকারীদের দেখতে পায়। পরে স্থানীয়রা তাদের ধাওয়া দিলে শিকারীর দল ২৪টি বক রেখে দৌড়ে পালিয়ে যায়।
স্থানীয়রা পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে অবহিত করলে তিনি পাখি গুলোকে সরাইল উপজেলা পরিষদ চত্বরে অবমুক্ত করে দেয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক মৃদুল বলেন, আপনারা জানেন পশু পাখি গুলো বনে থাকার কথা। কিন্তু যারা এই পাখিগুলো শিকার করে এইটা সম্পূর্ণ অবৈধ অনৈতিক। তিনি আরও বলেন, যারা পাখি ধরে বা বিক্রি করে আামাদেরকে জানাবেন, তাহলে আমরা তাৎক্ষনিক ব্যবস্থা নিবো। আর আমদের পাখি গুলো অবমুক্ত করতে সহায়তা করেছেন তাদেরকে ধন্যবাদ।






Shares