Main Menu

ঢাকা- সিলেট মহাসড়কে শাহবাজপুরে নতুন সেতুতে যান চলাচল শুরু

+100%-
ঢাকা- সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে তিতাস নদীর উপর নিমির্ত নতুন সেতুতে যান চলাচল শুরু হয়েছে।

শনিবার (০৬ জুলাই) রাত সাড়ে আটটা থেকে সেতুতে যান চলাচল শুরু হয়।

গত ১৮ জুন পুরাতন সেতুর চুতর্থ স্প্যানের র‍্যালিংসহ ফুটপাত ভেঙ্গে পড়ায় ঢাকা- সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এর পর নতুন সেতুর কাজের গতি বাড়িয় সড়ক ও জনপদ কৃর্তপক্ষ। ফলে নিধারিত সময়ের আগেই এই সেতুটি চালু করা হল।

ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন বলেন, পুরাতন সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় আমরা বেইলী সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখি। কিন্তু আমাদের মেরামত কাজের জন্য মাঝে মধ্যে যাত্রীদের যানযটে দুর্ভোগ পোহাতে হত। পরে র‍্যালিংসহ ফুটপাত ভেঙ্গে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এ জন্য আমরা দ্রুত সময়ে নতুন ব্রিজের কাজ শেষ করেছি এবং আজ রাত সাড়ে আটটা থেকে এই নতুন সেতুটি যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে।






Shares