Main Menu

ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল স্বাভাবিক, স্বাস্থ্য বিধি মানছেনা কেউ

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বাস্থ্য বিধি মানছেনা কেই । ঢাকা-সিলেট মহাসড়কে স্বাভাবিক ভাবে চলছে যানবাহন ও সাধারণ মানুষ। পশুর হাটেও ঠিক একেই অবস্থা । আজ সোমবার সকাল থেকে মহাসড়কে দেখা যাচ্ছে সিএজি, অটোরিক্সা, মালবাহি পরিবহন চলাচল করছে স্বাভাবিক ভাবে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় । সরাইল বিশ্বরোড থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়া যাত্রীদের কাছ থেকে ৩০ টাকা ভাড়া আদায় করছে ৮০/১০০শত টাকা। মাধবপুর থেকে আশুগঞ্জ যাওয়া যাত্রীদের কাছ থেকে ১শত টাকার ভাড়ার জায়গায় ২থেকে ৩শত টাকা আদায় করছে সিএনজি ও অটোরিক্সা চালকরা । রাস্তায় বিভিন্ন মোড়ে পুলিশ পাহারা দিলেও তাদেরকে ফাকি দিয়ে এ যানবাহন চলাচল করছে । দুরপাল্লার বাস চলাচল করতে তেমন দেখা যায়নি। প্রাইভেট সার্ভিস চলাচল করছে স্বাভাবিক ভাবে। এদিকে পশুর হাটেও ক্রেতা-বিক্রেতাদের মাঝে নেই কোনো স্বাস্থ্য বিধি।
এ বিষয়ে সাবেক সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন শের আলম বলেন, সরকার পশুর হাট নিষেধ করেনি তবে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ।
সরাইল হাইওয়ে থানার ওসি শাহজালাল আলম মুঠোফোনে বলেন, সরকারের র্নিদেশ মোতাবেক ঢাকা-সিলেট মহসড়কে মালবাহি পণ্য, এম্বুলেন্স ছাড়া সকল পরিবহন বন্ধ রয়েছেন । কিছু কিছু প্রাইভেট র্সাভিস, সিএনজি, অটোরিক্সা আমাদেরকে ফাকি দিয়ে চলাচল করছে । তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছি।






Shares