Main Menu

টানটান উত্তেজনার মধ্য দিয়ে পুলিশ প্রহরায় সরাইল আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত

+100%-

sarail pic 06-11-152মোহাম্মদ মাসুদ,সরাইল :: টানটান উত্তেজনা উদ্বেগ উৎকন্ঠা ও কড়া পুলিশ প্রহরার মধ্য দিয়ে অবশেষে সরাইল উপজেলা আওয়ামীলীগের কর্মী সভা শান্তিপূর্ণ ভাবেই সমাপ্ত হয়েছে। গত শুক্রবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে আ’লীগের আহবায়ক অ্যাডভোকেট মো. নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আ’লীগের সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক খায়রুল হুদা চৌধুরী বাদলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন্নেছা বাপ্পি, জেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি ও পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, সহসভাপতি তাজ মো. ইয়াছিন, মজিবুর রহমান বাবুল, নায়ার কবির, সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, যুগ্ম সম্পাদক মাঈন উদ্দিন মঈন, সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক-১ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ, অ্যাডভোকেট আবদুর রাশেদ প্রমূখ।
sarail pic 06-11-15
বক্তারা বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সৈনিক বিপ্লবী উল্লাসকর দত্তের জন্ম স্থান এ সরাইলের আওয়ামীলীকে কোন কোন্দল বা গ্রুপিং থাকতে পারে না। প্রধান অতিথি বলেন, শেখ হাসিনার সরকার দেশের গ্রাম এলাকায় বিএনপি সরকারের আমলে বন্ধ করে দেওয়া কমিউনিটি ক্লিনিক গুলো চালু করে অসহায় দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে। বিনা মূল্যে বই এই সরকারের অবদান। তিনি সরাইল উপজেলা আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য তৃণমূলের মতামত চাইলে সকলে হাত উচিয়ে সম্মতি দেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের মেয়াদ উত্তীর্ণ হওয়া দূর্বল কমিটি গুলো ভেঙ্গে নতুন কমিটি গঠন করে বাংলাদেশ আ’লীগ তথা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার নির্দেশ দেন। এ কাজে তিনি জেলা কমিটির সহযোগীতার আশ্বাস দিয়েছেন। প্রসঙ্গত: গতকালের কর্মী সভাকে ঘিরে সরাইল সদর সহ ইউনিনের নেতা কর্মী ও সাধারন মানুষের মধ্যে গত কয়েকদিন ধরে ছিল উদ্বেগ উৎকন্ঠা। দলীয় গ্রুপিং-এর কারণে বড় ধরনের সংঘর্ষ বা সংঘাতের শঙ্কায় ভুগছিলেন মানুষ। প্রশাসন ও এ বিষয়টিকে অধিক গুরুত্ব দিয়েছে। পুলিশের ছিল কঠোর নজরদারী। এ ছাড়া র‌্যাব ও বিজিবি সদস্যদেরকেও টহল দিতে দেখা গেছে। শুরু থেকে শেষ র্পন্ত নিরাপত্তা নিশ্চিত করতে সভার চারিদিকে ছিল পুলিশ প্রহরা।






Shares