Main Menu

২০ প্রবাসীকে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ

করোনা ভাইরাস :: সরাইলে স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুুত

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার ২০ প্রবাসীকে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায় এখানে কর্তব্যরত চিকিৎসকরা বিদেশ ফেরত এই পর্যন্ত ২০ জনকে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন। এরা সকলেই উপজেলার বিভিন্ন ইউনিয়নের।
আজ রোববার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় চিকিৎসকরা নির্দিষ্ট দুরুত্ব বজায় রেখে রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন। এসময় তারা মাক্স, গ্লোবস পড়ে রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন। জরুরী বিভাগে নির্দিষ্ট দুরুত্বে বেরিকড দিয়ে চিকিৎসা নিতে আসা রোগীদের সেবা দিচ্ছেন ।
এইবিষয়ে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ আনাস ইবনে মালেক বলেন, আমরা যেই ২০ জনকে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছি তাদেরকে বলে দেয়া হয়েছে তারা যেন ১৪ দিন বাড়িতে আলাদা থাকে। তাদের প্রতি আমাদের নজরদারি থাকবে। জরুরী প্রয়োজনে আমাদের সংঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করার জন্য নাম্বার দেয়া রয়েছে।
সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ নোমান মিয়া বলেন,আমরা চিকিৎসকরা করোনা ভাইরাস মোকাবিলায় সার্বক্ষণিক প্রস্তুুত রয়েছি।কারোর শরীরে ভাইরাস ধরা পরলে আমরা ছোট পরিসরে আইসোলেশন ওয়ার্ড প্রস্তুুত রেখেছি।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম বলেন, আমরা জনপ্রতিনিধিরা সকলের উদ্দেশ্যে বলবো কেউ আতংকিত হওয়ার দরকার নাই। সকলে সচেতন হলে এই মহাবিপদ থেকে রক্ষা পাবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের মাধ্যমে ২০ জনকে কোয়ারেন্টাইনে থাকার কথা বলে দেয়া হয়েছে। কেউ যদি নির্দেশ অমান্য করে তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।






Shares