Main Menu

সাংসদ উকিল আবদুস সাত্তার ভুঁইয়া করোনায় আক্রান্ত

+100%-


মোহাম্মদ মাসুদ, সরাইল।  ব্রাহ্মণবাড়িয়া-২( সরাইল- আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) ও সাবেক ভূমি প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার ভুঁইয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে ঢাকার বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি।

রোববার (১৬ জানুয়ারি) রাতে সাংসদের একমাত্র ছেলে মাইনুল হাসান তুষার করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
সাংসদ উকিল আবদুস সাত্তার ভূঁইয়া বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ক্রমে এখন পর্যন্ত করোনা টিকার কোন ডোজই নেননি।

মাইনুল হাসান বলেন, সংসদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য শনিবার (১৫জানুয়ারি) নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন। রোববার রাতে করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

পারিবারিকভাবে জানা যায়, তিনি  শারীরিকভাবে ভালো আছেন। আপাতত  তাঁর শরীরে করোনার কোন উপসর্গ বা শারীরিক সমস্যা  নেই। তারপরও আজ সোমবার তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হবে।

সাংসদের ছেলে মাইনুল হাসান তুষার তাঁর বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


Shares