Main Menu

সরাইল হাইওয়ে থানায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

+100%-


মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্ব রোড খাঁটিহাতা হাইওয়ে থানার উদ্যোগে রবিবার বিকালে বিশ্ব রোড মোড়ে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ।

বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এড. মুহাম্মাদ নাজমুল হোসেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা কৃষকলীগের সভাপতি, মোঃ শফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সদস্য এড. জয়নাল উদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি এড. আশ্রারাফ উদ্দিন মন্তু প্রমুখ।

প্রধানমন্ত্রীর ভাষনের পর প্রধান অতিথি কেক কেটে আনন্দ উৎসব করে।


Shares