Main Menu

সরাইল শহীদ বুদ্ধিজীবী আকবর হোসেন বকুল মিয়া ৫০ তম শাহাদাত বার্ষিকীতে দোয়া ও মিলাদ

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলা সদর ইউনিয়ন আলীনগর গ্রামের সৈয়দ পরিবারের সূর্যসন্তান শহীদ বুদ্ধিজীবী এডভোকেট সৈয়দ আকবর হোসেন বকুল মিয়া। আজ তার ৫০ তম শাহদাত বার্ষিকীতে দোয়া ও মিলাদ। এ উপলক্ষে নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ মাদ্রাসায় এতিমদের মাঝে খাবার বিতরণ কোরআন খতম ও মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে সৈয়দ আকবর হোসেন বকুল মিয়ার পারিবারিক উদ্যোগে দোয়ার মাহফিল ও তাবারক বিতরণ করা হয়। দোয়া পরিচালনা করেন ইসলামাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা আহসান উল্লাহ ।

এসময় উপস্থিত ছিলেন সৈয়দ আকবর হোসেন বকুল মিয়া সুযোগ্য সন্তান সরাইল উপজেলার আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের সিনিয়র স্বনামধন্য এডভোকেট সৈয়দ তানভীর হোসেন কাউসার , ও আকবর হোসেন বকুল মিয়ার আপন ছোট ভাই সরাইল উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি সরাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ আলী আবদাল , সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব খান বাবুল, ও সামাজিক রাজনীতিক সাংস্কৃতিক ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।


Shares