Main Menu

সরাইল বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট জিয়াউল হক মৃধা

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা আবারও সরাইল উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্হাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
আজ ২৩ মে সোমবার সভাপতি নির্বাচনের জন্য কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয় ব্যবস্হাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি পদে একাধিক প্রার্থী থাকায় ব্যালটের মাধ্যমে ভোটের ব্যবস্থা করেন আজকের সভার সভাপতি সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান।
সদস্যদের মধ্যে আট ভোটের মাঝে মো, অহিদুজ্জামান লস্কর পেয়েছেন ০১ ভোট এডভোকেট জিয়াউল হক মৃধা পেয়েছেন ০৭ ভোট। কমিটির সভাপতি সংখ্যা গরিষ্ঠ ভোট প্রাপ্তির ভিত্তিতে এডভোকেট জিয়াউল হক মৃধাকে পরবর্তী ২ (দুই) বছরের জন্য সভাপতি হিসাবে নাম ঘোষণা করেন।
তিনি মহাজোট থেকে নির্বাচিত ব্রাক্ষণবাড়িয়া-২ আসনের দুই বারের সাবেক সফল সংসদ সদস্য, সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য, জাতীয় পার্টীর কেন্দ্রীয় নেতা, বিশিষ্ট কলামিষ্ট এডভোকেট জিয়াউল হক মৃধা ৭ ভোট পেয়ে আাবারও কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন।


Shares