Main Menu

সরাইল বিজিবি দিবস পালিত

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল। সরাইল বিজিবি দিবস উপলক্ষে সোমবার সরাইল ব্যাটালিয়ন২৫বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় বিজিবির প্রশিক্ষণ মাঠ বর্ডার গার্ড বাংলাদশ, উত্তর-পূর্ব রিজিয়ন,সরাইল এর রিজিয়ন কমান্ডার সদর দপ্তর, সকল সদস্যদর উদ্যাগে মিলাদ ও প্রীতিভাজ অনুষ্ঠানর মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।

এ সময় কর্ণেল কাজি শামীম হাসান এর সভাপতিত্ব প্রীতিভাজ অনুষ্ঠান প্রধান অতিথি ছিলন ব্রাহ্মণবাড়িয়া ৩১২ সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্ম ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, বিশষ অতিথি হিসব উপস্থিত ছিলেন ডিপুটি রিজিয়নের, কমান্ডার  সদর দপ্তর, সরাইল উপজলা পরিষদর চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী অফিসার মাঃ আরিফুল হক মৃদুল, সরাইল থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আসলাম হোসন। এত আরা উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক, সরকারী-বেসরকারী ও সামরিক উচচপদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ বিজিবি’র সদস্যরা প্রীতিভাজ অনুষ্ঠান অংশ গ্রহন করেন।