Main Menu

সরাইল প্রেসক্লাবের দুই সদস্যের রোগমুক্তি কামনায় শাহী জামে মসজিদে দোয়া

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া- আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা ও দৈনিক প্রথম আলো পত্রিকার সরাইল প্রতিনিধি মোহাম্মদ বদর উদ্দিন গত বেশ কয়েকদিন ধরে অসুস্থ্য। তাদের চিকিৎসাও চলছে। গতকাল শুক্রবার বাদ জুম’আ সরাইল বিকাল বাজার শাহী (হাটখোলা) জামে মসজিদে তাদের রোগমুক্তি কামনায় দোয়া করা হয়েছে। তাদের সাথে সকল অসুস্থ্য নারী পুরূষের জন্যও আল্লাহর রহমত কামনা করা হয়েছে। আর প্রয়াত সকল নারী পুরূষের পরকালীন মুক্তি কামনা করা হয়েছে।

দোয়া পরিচালনা করেছেন মাওলানা আশিক উল্লাহ। দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাশেদ, জাপা নেতা ও সরাইল সদরের সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজু, সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান ও যুগ্ম সম্পাদক সৈয়দ কামরূজ্জামান ইউসুফ প্রমূখ।


Shares