Main Menu

সরাইল -নাসিরনগর সড়কে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল।ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সড়কে ট্রাক মোটরসাইকেল আরোহী নিহত। সরাইল নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কের সরাইল ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে সড়কে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে মোঃ রাসেল (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।

শুক্রবার (২১ অক্টোবর) সকাল ৭ টা ১০ মিনিটের সময় এই ঘটনা ঘটে। নিহত রাসেল কালিকচ্ছ এলাকার রফিক মোল্লাহ’র ছেলে। সে স্থানীয় সততা পোল্ট্রি ফার্মের ম্যানেজারের দায়িত্ব পালন করতো।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে সরাইল নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কের সরাইল ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে সড়কে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষ হয় এতে ঘটনা স্থলেই মোটরসাইকেল আরোহীর মাথা থেতলে মৃত্যু হয়।ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর চন্দন দেবনাথ বলেন, আমরা বিকট শব্দ শুনে বের হয়ে দেখি একটি লোক মাথা থেতলে মোটরসাইকেল সহ পরে আছে। আর ট্রাকটি দ্রুত কালিকচ্ছের দিকে পালিয়ে যায়।


Shares