Main Menu

সরাইল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল। বাংলাদেশ আওয়ামী লীগ সরাইল উপজেলা শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্টের সেই ভয়াল দিনে গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ নিহত নেতা-কর্মীদের আত্বার মাগফেরাত কামনয় শনিবার (২১ আগস্ট) বাদ যোহর সরাইল উপজেলা সদরের বিকাল বাজার শাহী জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেন, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুর রাশেদ, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য শফিকুর রহমান, এডভোকেট জয়নাল উদ্দিন জয়, আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম মন মিয়া, যুবলীগ নেতা আব্দুল হালিমসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের অন্যান্য নেতা-কর্মী ও মুসল্লিগণ উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।


Shares