Main Menu

সরাইলে ৫শত পিচ ইয়াবাসহ এক যুবক আটক

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৫শত পিচ ইয়াবাসহ এক যুবককে মটরসাইকেলসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া নামক স্থানে মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা মাদকদ্রব্য অধিদপ্তরসূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান সংগীয় ফোর্স নিয়ে সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া নামক স্থান থেকে মটরসাইকেলে তল্লাশী চালিয়ে টুলবক্স থেকে ৫পাঁচশত পিস ইয়াবাসহ ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ভাদুরঘর এলাকার হেফজু মিয়ার ছেলে শফিক মিয়া(৪০) আটক করেছে।
এব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, আটককৃত শফিক মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।


Shares