Main Menu

সরাইলে স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল। বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন দিলীপ ও সদস্য সচিব মোল্লা সালা উদ্দিনের দিক নির্দেশনায় সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজ বৃহস্পতিবার(১৯আগস্ট) বাদ মাগরিব উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর নিজ বাড়িতে এ অনুষ্টানের আয়োজন করা হয়।

সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রার্থী মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রার্থী মোহাম্মদ আব্দুল করিম মাস্টার এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির আহবায়ক আনিছুল ইসলাম ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট নূরুজ্জামান লস্কর তপু। সরাইল উপজেলা বিএনপি নেতা সাদেকুর রহমান রঞ্জন, সমসু মেম্বার, আইয়ুবুর রহমান আইয়ুব, শাহজাহান মিয়া, সরাইল উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান সিদ্দিকী, যুগ্ম সম্পাদক-১ নুর আলম, যুবদল নেতা নুরুল আমিন মাস্টার, সেলিম লস্কর, সেলিম মিয়া, আব্দুল গাফফার, স্বেচ্ছাসেবক দল নেতা হাসান আলী মাস্টার, মিজান মিয়া, খাজা আহমেদ সরদার, আলামিন শাহরিয়ার, ছাত্রদল নেতা মীর ওয়ালিদ, নাদিম মিয়া, অনিক হোসেন মৃধা, সোহাগ মিয়া, নাজমুল, সাদ্দাম ও তৌহিদ লস্কর হৃদয়সহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠান শেষে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন চুন্টা ইউনিয়ন বিএনপি নেতা হাফেজ মোঃ সেলিম মিয়া। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কেটে উপস্থিত সকলের মাঝে বিতরণ করা হয়।


Shares