Main Menu

সরাইলে স্বাস্থ্য বিষয়ক কর্মশালা

+100%-

মোহাম্মদ মাসুদ,সরাইল : স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নাধীন নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের আওতায় সরাইলে স্বাস্থ্য বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকাল থেকে সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা, স্থানীয় নেতৃস্থানীয় ও সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষক, গণমাধ্যম ও সংবাদকর্মী, স্বাস্থ্যসেবা প্রদানকারী এনজিও সমূহের প্রতিনিধিরা এ কর্মশালায় অংশগ্রহন করেছেন।

বর্তমানে দেশে উচ্চ রক্তচাপ ডায়বেটিক হৃদরোগাক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। সেই সাথে বৃদ্ধি পাচ্ছে অকাল মৃত্যুর হার। এ ধরনের রোগ গ্রামাঞ্চলে মাত্রাতিরিক্ত পরিমাণে ছড়িয়ে পড়ার কারণ ও প্রতিরোধ কল্পে জনসচেতনা বৃদ্ধিই এ কর্মশালার মূল লক্ষ। দিনব্যাপি অনুষ্ঠিত কর্মশালার প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামের সহকারি পরিচালক (প্রশিক্ষণ) বাদল হায়দার। তাকে সহায়তা করেছেন প্রোগ্রাম অফিসার ফারহানা বিউটি ও ফিল্ড সুপারভাইজার মো. রফিকুল হক। সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আনাস ইবনে মালেক ও সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল।


Shares