Main Menu

সরাইলে স্বাধীনতা সূবর্ণ জয়ন্তে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বাধীনতা সূবর্ণ জয়ন্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ(২৫) র্মাচ দুপুরে উপজেলার কালিকচ্ছ শহিদ মিনানে এই আয়োজন করে মানবিক সরাইল নামে একটি সংগঠন। সংগঠনের সহ-সভাপতি কানিজ ফাতেমা স্মৃতির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এড. জিয়াউল হক মৃধা।
এতে বিশেষ অতিথি ছিলেন লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা সাবেক পুলিশ সুপার মালিক খসরু,বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ডক্টর শাজাহান ঠাকুর, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল প্রেসক্লাবের সভাপতি আয়ুব খানসহ গুণীজনরা। অনুষ্ঠানে লেখক, সাহিত্যিক, গবেষক, মুক্তিযুদ্ধা ও গুণীজনদের সংবর্ধনা প্রধান করা হয়।


Shares