Main Menu

সরাইলে সিএনজি-ট্রাক্টর সংঘর্ষে নিহত ১

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ।। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সিএনজি ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ মে) দুপুরে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের জিলুকদারপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম কাউছার মিয়া। তিনি উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা গ্রামের আজিজুল হকের পুত্র। দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন উপজেলার চুন্টা ইউনিয়ন যুবদল নেতা নজরুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের জিলুকদারপাড়া এলাকায় সিএনজি ও টাক্টরের মুখোমুখি সংঘর্ষ কাউছার মিয়া ও নজরুল ইসলাম নামে দুই জন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে কাউছার মিয়া নামে এক সিএনজি যাত্রী মারা যান। নজরুল মিয়া নামে সিএনজির অপর এক যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এ ব্যপারে জানতে সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদ এর মুঠোফোনে,একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।


Shares