Main Menu

সরাইলে সহস্রাধিক অসহায় পরিবারের মাঝে রান্নাকরা খাবার বিতরণ ও দোয়া মাহফিল

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর উপজেলা শুক্রবার ১২ ঘটিকায় নাছিরনগর উপজেলা শেখ সাদি মার্কেটে সহস্রাধিক অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে রান্ন্নাকরা খাবার বিতরণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুহাম্মাদ নাজির মিয়া ।

নাছিরনগর উপজেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল আহাদের সভাপতিত্বে উপজেলার সহস্রাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে রান্নাকরা খাবার বিতরণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।
প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকলীগের সভাপতি ছাদেকুর রহমান শরীফ, বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক(ভারপ্রপ্ত) আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক হরিপদ ভৌমিক দুলাল,

সরাইল উপজেলা কৃষকলীগের আহবায়ক মোহাম্মদ শফিকুর রহমান, সদস্য সচিব আবু আহম্মদ মৃধা প্রমুখ। অনুষ্টান সঞ্চালনা করেন উপজেলা কৃষক লীগের সদস্য মোঃ নুর আলম।

অনুষ্টানে প্রধান অতিথি বলেন বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের দাবী জানিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ সকল মহিদানের আত্মার মাগফেরাত কামনা করেন।


Shares