Main Menu

সরাইলে সতেজীকরণ প্রশিক্ষণ সমাপ্ত

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥  ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, বাংলাদেশ সরকার মন্ত্রি পরিষদ বিভাগের অংশিদারিত্বে, ব্রিটিশ কাউন্সিল প্লাটফর্মস ফর ডায়ালগ প্রকল্পের বাস্তবায়নে উপলদ্ধি সমাজ কল্যাণ সমিতির সহায়তায় সরাইলে চলছে সামাজিক পিফরডি প্রকল্পের কাজ।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিআরসিতে শেষ হয়েছে এ প্রকল্পে স্বেচ্ছায় কর্মরত মিতালীর ২৫ জন ম্যাপ সদস্যদের দুইদিন ব্যাপি সতেজীকরণ প্রশিক্ষণ। স্থানীয় অফিস সূত্র জানায়, গত এক বছরেরও অধিক সময় ধরে মিতালী সমাজ কল্যাণ সমিতির সহায়তায় শাহজাদাপুর ইউনিয়নে পাঁচটি সামাজিক প্রকল্পের কার্যক্রম এগিয়ে চলছে। প্রকল্প গুলো হচ্ছে- ‘বাল্যবিয়ে প্রতিরোধ’, ‘মাদক প্রতিরোধ’, ‘উম্মূক্ত বাজেট’, ‘মানসম্মত শিক্ষা’ ও ‘স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ’। মিতালীর ২৫ জন ম্যাপ সদস্যকে পাঁচটি ভাগে বিভক্ত হয়ে পাঁচ প্রকল্প নিয়ে কাজ করছেন। কাজ শুরুর আগে তাদেরকে পাঁচ দিনের প্রশিক্ষণ দিয়েছিল পিফরডি প্রকল্প। দীর্ঘদিন পর আবার গত বুধ ও বৃহস্পতিবার দুইদিন ম্যাপ সদস্যদের ‘সতেজীকরণ প্রশিক্ষণ’ দেওয়া হয়েছে।

বুধবার সরাইল সিআরসিতে প্রশিক্ষণের উদ্ধোধন করেছেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা। আর গত বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন সমাজ সেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন মিতালীর সভাপতি মোহাম্মদ মাহবুব খান ও সাবেক সম্পাদক মো. দেলোয়ার হোনের জীবন।






Shares