Main Menu

সরাইলে শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে উপজেলা মিলনায়তনে ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ এ প্রতিপাদ্যে নিয়ে ১৮ অক্টোবর সোমবার সকালে প্রথম বারের মত ক শ্রেণির জাতীয় দিবস হিসেবে সারাদেশের ন্যায় যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে।

স্বাধীনতা সংগ্রামের এক উত্তাল সময়ে জন্ম তার। ছয় দফা, গণআন্দোলন ও মুক্তিযুদ্ধের উত্তাপ মাখা শৈশব। বঙ্গবন্ধু ও বঙ্গমাতার কনিষ্ঠ সন্তান- শেখ রাসেল। বড় হয়ে হতে চেয়েছিল- দেশপ্রেমিক আর্মি অফিসার। কিন্ত বর্বর ঘাতকদের বুলেটে, অকালেই শেষ হয়ে যায় সেই নিস্পাপ শিশুটির প্রাণ। আর কোনো শিশুর জীবনে যেনো এমন নির্মম মৃত্যু না আসে, সকল শিশুর জন্য নিরাপদ পৃথিবী গড়ার প্রত্যয়ে প্রতি বছর ১৮ই অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ পালন করবে বাংলাদেশ। এ প্রতিজ্ঞা হোক সকলের।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সকাল সাড়ে নয়টায় উপজেলা মিলনায়তনে দিবসের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, সহকারী কমিশনার ফারহানা নাসরিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, সরাইল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল প্রমুখ


Shares