Main Menu

সরাইলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

+100%-
মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়। প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিঃ ব্রাহ্মণবাড়িয়া’র সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে।
রোববার (২ অক্টোবর) সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত উচালিয়াপাড়া আশুতোষ চক্রবর্তী’র বাড়িতে উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। মেডিসিন, ফিজিক্যাল মেডিসিন, ডায়াবেটোলজিষ্ট ও জেনারেল ফিজিশিয়ান বিশেষজ্ঞ চিকিৎসকরা সকাল থেকে বিকাল পর্যন্ত দূর দুরান্ত থেকে আসা শতাধিক  রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন।
এছাড়াও চিকিৎসা নিতে আসা রোগীদের সকল প্রকার  পরীক্ষায় শতকরা ৩৫ টাকা ছাড়ের সুবিধাও দেয়া হয়েছে।

Shares