Main Menu

সরাইলে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জ্যৈষ্ঠ পুত্র শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জ্যৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সরাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচী পালন করা হয়েছে।

সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে সংরক্ষিত মহিলা আসনের এমপির পক্ষ থেকে, উপজেলা প্রশাসন, সরাইল থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন স্তরের লোকজনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এ সময়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গাছের চারা বিতরণ করা হয়। সকাল ১১টায় ভার্চুয়াল আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের পাশাপাশি বাদ যোহর বিভিন্ন মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিল আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।


Shares